Comments Off on আগামিকাল আরো দুই কোম্পানির লেনদেন বন্ধ
রের্কড ডেট থাকায় আগামিকাল বুধবার স্টক এক্সচেঞ্জে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। কোম্পানি দুইটি হল ন্যাশনাল টিউবস এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।