এবার রহিমা ফুড লোকসানে গেল

প্রথম প্রান্তিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড লোকসান করেছে। কোম্পানির এই প্রান্তিকে (জুলাই-সপ্টেম্বর) লোকসান হয়েছে ৩২ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৩৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

উল্লেখ কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ দিয়েছিল।

এদিকে গত ২০ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ার বাজারে লেনদেন বন্ধ রয়েছে। এর আগে এই কোম্পানির শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছিল। এর কারণ খতিয়ে দেখতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তাধীন রয়েছে।

 

এমআরবি/