সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে  সূচকের ওঠানামায় লেনদেন চলছে । বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। তবে লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ২৩ লাখ টাকার।

সিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২ টির কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।

 

এমআরবি/