আগামিকাল দশ কোম্পানির লেনদেন চালু

রের্কড ডেটের পর আগামিকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দশ কোম্পানির লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|

 

কোম্পানি দশটি হল- হাক্কানী পাল্প, মুন্নু সিরামিকস, বিডি অটোকার্স, দেশ গার্মেন্টস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম টেক্সটাইল, বিকন র্ফামা, মালেক স্পিনিং, ফু-ওয়াং সিরামিকস এবং অগ্নি সিস্টেম লিমিটেড।

এমআরবি/