
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত সময়ে শুরু হয়নি। তীব্র যানজটে আটকে পড়ায় কোম্পানির বেশ কয়েকজন পরিচালক বিকাল পাঁচটা পর্যন্ত সভাস্থলে পৌঁছাতে পারেন নি। তাই নির্ধারিত সময়ের দু’ঘন্টা পরও শুরু করা যায়নি কোম্পানির পর্ষদ বৈঠক বা বোর্ড মিটিং। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যায় ৬ টা নাগাদ বৈঠক শুরু হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ, আজকের বৈঠকে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হবে। একই বৈঠকে করা হবে লভ্যাংশের সুপারিশ।