ডিএসইতে কমেছে লেনদেন ও সূচকে মিশ্রাবস্থা

dse

dseসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। এদিন ডিএসইতে ৩৮৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সোমবারের তুলনায় ২৩ কোটি ১৩ লাখ টাকা কম। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কিছুটা বাড়লেও কমেছে ডিএসই ৩০ সূচক।

 মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৯০ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট।

এ দিন লেনদেন হয়েছে মোট ২৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭ টি, কমেছে ১৩৪ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬২৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২১৭ টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানির