সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে লেনদেন

Stock_Up
Stock_Upসপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে লেনদেন। রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১০০ পয়েন্ট।
বাজার বিশ্লেষনে দেখা যায়, এদিন ডিএসইএক্স সূচক ৩৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে লেনদেন হয় ৩১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যা বৃহস্পতিবারের তুলনায় ৩৬ কোটি ৬০ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৭৮ টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৯ টির, কমে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৭ লাভ টাকার শেয়ার। যা গত বৃহস্পতিবারের তুলনায় ২ কোটি ৩০ লাখ টাকার কম শেয়ারের লেনদেন হয়েছে।

এমআরবি/