
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক কমলেও আধা ঘন্টার মাথায় এসে বেড়ে যায়। কিন্তু তা এক ঘন্টার মাথায় এসে আবার কমে যায়। লেনদেন শুরু হওয়ার এক ঘন্টা শেষে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে তিন হাজার ৯৫৬ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৫১ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামিকাল থেকে আবারো ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতাল শুরু হতে যাচ্ছে। হরতালের প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীরা হরতালের আগে বিনিয়োগের ঝুঁকি নিতে সাহস দেখাচ্ছে না।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া মোট ২৩২ টি কোম্পানির মধ্যে দর বাড়ে ৮৮ টির, কমে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।
এমআরবি/