
পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত কোম্পানি সিভিও পেট্রো ক্যামিকেলস ২০১২ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি এক কোটি চার লাখ টাকা মুনাফা অর্জন করেছে, যা আগের বছর ছিল চার কোটি ৭৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে তিন কোটি ৭৪ লাখ টাকা বা ৭৮ শতাংশ। এ সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস তিন টাকা ১৯ পয়সা থেকে কমে শুধু ৫৮ পয়সায় নেমে এসেছে।
আগামি ১৫ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৪ নভেম্বর।