
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছেন। এ লভ্যাংশ ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী নীট মুনাফা দাঁড়ায় ২ কোটি ২৫ লাখ এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ২২ পয়সা।
কোম্পানির এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামি ১৫ ডিসেম্বর দুপুর ২ টায়। স্থান নির্ধারণ করা হয়েছে কোম্পানির কারখানা প্রাঙ্গণ, আইকে রোড, ঈশ্বরদী, পাবনা। এর জন্য রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ২১ নভেম্বর।
এমআরবি/এএস