ডিএসইর ইজিএম হলো না

DSE_Buildingআদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম)।মঙ্গলবার ইজিএম অনুষ্ঠানের নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে তা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এদিন বিকালেই ইজিএম আরোপে নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্ট। এদিন সন্ধ্যা ৬ টায় হোটেল সোনারগাঁওয়ে সভাটি অনুষ্ঠানের কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইজিএমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি (স্কিম), সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা অনুমোদন করার কথা ছিল।
আইন অনুযায়ী, সভায় বিশেষ সিদ্ধান্ত আকারে ডিমিউচ্যুয়ালাইজেশনের অনুমোদিত কর্মসূচি, সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং বর্তমান পর্ষদ প্রথম পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন।

 

জানা গেছে, ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসানের একটি রীট আবেদনের প্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা আরোপ করে। আহমেদ ইকবাল হাসান ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ার কিছু বিষয়ে আপত্তি জানিয়ে ইজিএম স্থগিতে উচ্চ আলাতে রীট করেন। তার প্রধান আপত্তি ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর অন্তর্বর্তী  পর্ষদ নিয়ে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে জানিয়েছে, চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করতে পারবে।আহমেদ ইকবাল হাসানের মতে, এটি ডিমিউচুয়ালাইজেশন আইনের সঙ্গে সাংঘর্ষিক।